সিনিয়র_বউ
(১ম_পর্ব)
।
।
আব্বুর কোন কান্ড গেন নাই নাকি এমন
একটা
মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করছে
যে
মেয়েটা আমার সিনিয়র আমার কোন কথা
শুনবে
মেয়েটা আম্মু তুমি আব্বুকে বলো আমি এই
বিয়েটা আমি করতে পারবোনা,,,?
আম্মু: তোকে বলছে কে মেয়েটা সিনিয়র,,,,?
আমি: ভাবি বলছে,, প্লিজ আম্মু তুমি এই
বিয়েটা
আব্বুকে বলে বেঙ্গে দাও,,,?
আম্মু:আমি পারবোনা বলতে তুই নিজে
গিয়ে বলনা
আমাকে কেন জালাতন করছিস,,,?
আমি: বুজেছি তোমরা সবাই মিলে আমাকে
জোর
করে এই বুইরা মেয়ের সাথে বিয়ে
দিবে,,,?
আম্মু: বুইরা কাকে বলছিস তুই,,? জারা তোর
কাছ থেকে
এক বছরের বড় তুই অনার্স ৩য় বর্ষে পড়িস
আর
জারা অনার্স ফাইনাল পরিক্ষা
দেবে,,এক বছরের বড়
মাত্র তোর থেকে,,,
আমি: (তাহলে বুইরা মেয়েটার নাম
জারা মনে মনে
বললাম)আম্মু তোমরা এই বিয়েটা
বাঙ্গবে নাতো
তাহলে আমি বাড়ী ছেরে চলে
যাবো,,,তখনি,,
আব্বু: কে বাড়ী ছেরে চলে যাবে শুনি,,,
আম্মু: রিয়াদ বলতেছে এই মেয়েকে বিয়ে
করতে পারবে না আর যদি এই মেয়ের
সাথে বিয়ে
দেওয়া হয় তাহলে বাড়ী ছেরে চলে
জাবে,,,,
আব্বু: গেলে জাবে তাও এই বিয়ে করতে
হবে
যদি এই বাড়ীতে থাকতে চায়,,
আমি: থাকবোনা বাড়ীতে তাতে কি
হবে তাও আমি
এই বিয়ে করতে পারবো না আমি এখনি
চলে
জাবো বাড়ীথেকে,,
আব্বু: বাড়ী থেকে বের হলে আজকের মত
শেষ এই বাড়ীর খাবার দাবার টাকা সব
সম্পত্তি থেকে
বঞ্চিত করবো আর এই বাড়ীর দরজা
চিরদিনের
জন্য বন্ধ হয়ে জাবে তোর জন্য
আমি: হলে হবে তাও আমি এই সিনিয়র
মেয়েকে
বিয়ে করতে পারবো না,,বলে রুমে চলে
আসলাম
এসে ব্যাগটা গুছিয়ে নিলাম আর চলে
যেতে লাগলাম
তখনি ভাবি এসে বলে,,,
ভাবি: রিয়াদ তুমি কোথায় যাচ্ছো,,,,?
আমি: বাড়ী ছেরে চলে জাবো,,,
ভাবি: তুমি বোকা নাকি,,,?
আমি: কেন,,,?
ভাবি: তুমি কেন বাড়ী ছেরে জাবে,,,
আমি: মানে কি বলতে চাইসো সেইটা
বলো,,,
ভাবি: তুমি এই বিয়েটা করো তারপর
বৌয়ের সাথে
ঠিকমত কথা বলবেনা সবসময় খারাব
ব্যাবহার করবে
কোথাও গুরতে নিয়ে জাবে না তাহলে
সে
তোমাকে এমনি তে ডিফ্রোস দিয়ে চলে
জাবে
তখন আমার শুশুর তোমাকে কিছু বলবেনা,,,,
আমি: এই না হলে তুমি আমার প্রানের
ভাবি,,,তুমি এখনি
আব্বুকে বলে দাও আমি রাজি
আছি,,ভাবি গিয়ে
আব্বুকে বলছে আমি বিয়ে করতে রাজি
আব্বু
অনেক খুশি হয়ছে আর আগামিকাল
আমাদের বিয়ে
ঠিক করছে আজ সবাই মিলে বিয়ের
কেনা কাটা
করতে গেলাম সবকিছু কিনে বাড়ীতে
আসতে
অনেক রাত হয়ে গেছে হাল্কা কিছু
ডিনার করে
রুমে চলে আসলাম এসে খাটের উপর শুয়ে
পরলাম
আর প্লান করতে থাকলাম ওর সাথে
কিভাবে খারাব
ব্যাবহার করবো আর কিভাবে তারাবো,,,,
।
রি_পোস্ট
।
চলবে,,,,,,,,,
পরের অংশ আগামিকাল সন্ধ্যায়,,,দিব।।।
.
.
.
.
.
.
.
.
সব
Post a Comment